ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ৯:২৯ পিএম

কক্সবাজারের রামুতে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি শিশু সন্তানসহ আইনজীবী প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্টার ইয়াছিন আহমেদ (৩৫) ও ইয়াছিন আহমদের শিশু সন্তান ইয়াজান (৩)।

রবিবার, ২৪ আগস্ট বিকাল সাড়ে ৫ টায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মূমূর্ষ অবস্থায় ৪ জনকে কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এরা হলেন- ব্যারিস্টার ইয়াছিন আহমেদের স্ত্রী আলিফ লায়লা (৩০), মা (নাম পাওয়া যায়নি), বোন সুমাইয়া (২৪), প্রাইভেটকার চালক জসিম (৩০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখি মারছা পরিবহনের দ্রুতগতির বাসের সাথে কক্সবাজার অভিমুখি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে আগুন ধরে যায়। এছাড়া মারছা পরিবহনের বাসটি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশর্^বর্তী গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মারছা গাড়ির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

দূর্ঘটনার পর প্রাইভেট কারটিতে আগুন ধরে গেলে স্থানীয়রা পাশর্^বর্তী পাহাড়ি ছড়ার পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনে। পরে গাড়িটি বিভিন্ন অংশ কেটে ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর ১ জনের মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট ইয়াছিন আহমেদ। তিনি প্রাইভেট কারটিতে চালকের আসনে ছিলেন। গাড়িতে থাকা পরিচয় পত্র দেখে তার পরিচয় শনাক্ত করেন উদ্ধারকারিরা।

এদিকে এ দূর্ঘটনার ২ ঘন্টা পর দূর্ঘটনা কবলিত প্রাইভেটকারের ভিতরে ধ্বঃসস্তুপে আটকে পড়া অবস্থায় শিশু ইয়াজান এর মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জনতা।
দূর্ঘটনার সংবাদ পেয়ে রামু উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রামু থানা পুলিশ, রামু তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।


তুলাতুলী ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন এ দূর্ঘটনায় ব্যারিস্টার ইয়াছিন আহমেদ ও তার শিশু সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- আহতদের মধ্যে আরও ৪ জনের অবস্থা সংকটাপন্ন। তিনি জানান- এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...