সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ০৫/১১/২০২৩ ৯:১৩ পিএম

কক্সবাজারের পর্যটন সমৃদ্ধ উপজেলা রম্যভূমি রামুতে প্রথমবারের মতো এসেছে রেল। রবিবার, ৫ নভেম্বর পড়ন্ত বিকালে রামু বাইপাস সংলগ্ন রেল স্টেশনে দুপুর থেকে রেল দেখতে ভীড় জমান হাজার হাজার মানুষ। এরআগে সকাল ৯ টায় চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথে যাত্রা শুরু করে প্রথম রেল। কেবল রামু স্টেশন নয়, রামুর পুরো রেল পথের দুধারে হাজার হাজার নারী-পুরুষ রেল দেখতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভীড় জমান।
রামু স্টেশনে পৌঁছতেই রেল দেখতে আসা মানুষের মাঝে অন্যরকম উচ্ছ¡াস ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীর এসময় মূর্হুমূহু শ্লোগান দিতে থাকে। এরআগে রেলটি রামু বাইপাস আন্ডারপাসে আধঘন্টা পর্যন্ত অবস্থান করে। এসময় দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্পের কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ের ইন্সপেকশন টিমের কর্মকর্তারা আন্ডারপাস ও রেল সড়ক পরিদর্শন করেন। পরে রামু স্টেশনে ক্ষণিকের বিরতি শেষে রেলটি কক্সবাজার আইকনিক রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
জানা গেছে, দোহাজারী-কক্সবাজার রেলপথে ট্রেনের ট্রায়াল রান নয়; মূলত এই রেলপথের নির্মাণ কাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কি না যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার আসে এ রেল। আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে আসা এ রেল লাইন ঠিক আছে কিনা রেল চলতে পারবে কিনা, সেটা তাদের যাচাই করেছে। আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথ উদ্বোধন করবেন।
বাংলাদেশ রেলওয়ের অতি: মহাপরিচালক (অবকাঠামো) মো. মফিজুর রহমান জানিয়েছেন, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল করতে পারবে।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...