প্রকাশিত: ৩০/১১/২০১৬ ৭:২৫ এএম

সোয়েব সাঈদ, রামুramu-manobbandno-news-pic-2-29-11-2016

রোহিঙ্গাদের নাগরিকত্ব অধিকার দিন, রোহিঙ্গারা রাষ্ট্র পরিচয়হীন কেন, রুখো সাম্প্রদায়িকতা জাগো বিশ্ব মানবিকতা, উগ্রতার পথ পরিচার করো এসব স্লোগানে রামুতে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের মানববন্ধন। মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর বর্বরতা-নিপীড়ন বন্ধের দাবিতে এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় রামু চৌমুহনী চত্তরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ‘আমাদের রামু ডটকম’ সম্পাদক রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন থের, রামু কেন্দ্রীয় সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুন বড়–য়া, রামু বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়–য়া, যুগ্ম-আহ্বায়ক বিপুল বড়–য়া আব্বু, রাজারকুল ইউপি সদস্য রিটন বড়–য়া প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গা নিপীড়ন করতে গিয়ে মানবতা বিরোধী অপরাধের সবটাই করছে মিয়ানমারের সেনাবাহিনী। কোন রাষ্ট্রের প্রতিরক্ষার সর্বশেষ ভরসাস্থল সামরিক বাহিনী একই রাষ্ট্রের অধিকারবঞ্চিত একটি ক্ষুদ্র জনগোষ্ঠির উপরে এতটা নির্দয় এবং বর্বর হয়ে উঠতে পারে না। মিয়ানমারের সেনাবাহিনী সেই জঘন্য কাজটি-ই করছে। বক্তারা বলেন, জঙ্গি বা সন্ত্রাসী দমনের নামে একজন সাধারণ মানুষও যদি নিহত হয় সেটাও ঘোর অন্যায় এবং মানবাধিকারের ঘোর লঙ্ঘন। মিয়ানমার স্বীকার করুক বা না-ই করুক রোহিঙ্গারা ঐতিহাসিকভাবে সেদেশের অধিবাসী। অধিবাসী না হলেও হত্যা কিংবা নির্যাতন করা যাবেনা।

পাঠকের মতামত

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...