প্রকাশিত: ০৩/০৪/২০১৮ ৩:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৯ এএম

সোয়েব সাঈদ, রামু::
কক্সবাজারের রামুতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবদু শুক্কুর (২৮) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া গ্রামের ওবাইদুল হকের ছেলে। মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল দশটায় ওই এলাকার সাহাব উদ্দিনের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবদু শ্ক্কুুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ৪/৫ জন যুবক আকস্মিকভাবে আবদু শুক্কুরের উপর প্রকাশ্যে হামলা শুরু করে। হামলাকারিরা ছুরি, খুন্তি, কুড়াল ও লোহার রড় দিয়ে আবদু শুক্কুর মাথা, পিঠ, মুখ, পা সহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে এবং উপূর্যপুরি মারধর করে। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরিবারের সদস্যরা জানান, হামলায় জড়িত ৪ জনকে চিহ্নিত করা হয়েছে। এরা হলেন, ওই এলাকার মৃত নাছির মোহাম্মদের ছেলে কলিম উল্লাহ (২৮), মৃত আলী আহমদের ছেলে এবাদুল্লাহ (২৪), মো. আলীর ছেলে নুরুল্লাহ (৩২) ও নুরুল ইসলামের ছেলে ফজর আলী (২১)।
স্থানীয় বাসিন্দা কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম জানিয়েছেন, সকালে হামলাকারিদের সাথে নাস্তা করেন নিহত আবদু শুক্কুর। কিছুক্ষণ পরে ওই স্থানে এ হামলা শুরু হয়। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও আতংকিত লোকজন তাকে উদ্ধারে এগিয়ে আসেনি।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল আলম জানিয়েছেন, নিহত আবদু শুক্কুর দেড় বছর পূর্বে ওই এলাকার ফরিদুল আলম নামের এক যুবককে দা দিয়ে কুপিয়ে দুটি পা কেটে দিয়েছিলেন। এ কারনে আবদু শুক্কুরের মৃত্যুতে এলাকাবাসীর মাঝে স্বস্তি বিরাজ করছে।
খবর পেয়ে রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থলে যান। তিনি হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোরিয়ার ৫০ লাখ ডলার অনুদান

কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ মার্কিন ...

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...