সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ১১:৫৫ এএম

রামু রাজ্য জনাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন নির্মাণে প্রস্তর স্থাপন করেছেন- জাতীয় সংসদের হুইপ ওক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুমওয়ার কমল। সোমবার, ১৫ জুলাই বিকাল ৩ রামু রাজনৈতিক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কেন্দ্রে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
পৌর জনস্বাস্থ্য প্রকৌশল অদপ্ত কক্সবাজার রাজনীতি প্রকৌশলী মো মোস্তাজুর রহমান, রামু উপজেলা আওয়ামী ক্ষমতাসীন মো: রাশেদুল ইসলাম, রামুচার্জ আবু তাহের তাহের, ভাইস মো: আবদুল্লাফি সিকদার, ভাইস মোঃ আবদুল্লাফি সিকদার, ভাইস মুসরাত জাহাঙ্গীর মুন্নী, প্রীল মশার হাসান হাসান , রামু উপজেলা জনাস্থ্য ক্যাপ প্রকৌশল প্রকৌশলী প্রকীছাইক, রাজারকুল ইউপি চাপি মফিজুর রহমান মফিজ, রামু প্রেস ক্লাবের নেতৃত্বে বড়ুয়া, সাধারণ নির্বাচন সোয়েব সাদ, জনস্বাচ্ছ্যের প্রকৌশল অধিদপ্তর ঠিকদার, বাংলাদেশ স্বাচ্ছাসেবক শক্তি মহম্মদ বোখারি উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন কালে মোনাজাত সূত্রে- উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম। জনপ্রতিনিধি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
রামু জনাস্থ্য প্রকৌশলী ক্যাছাই মং চাক উপজেলা- ওয়ার্ল্ড প্রশাসনের সহায়তা ইএমসিআরপি প্রকল্পের সিদ্ধান্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তর, কক্সবাজারে দুপুর নতুল অফিস ভবন নির্মাণে গঠন প্রস্তর স্থাপন করা হয়েছে। এ ভবন নির্মাণে ব্যর্থ হয়েছে ৯৩ লাখ ৬৬ হাজার টাকা। আগামী ১ এপ্রিলের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হচ্ছে

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...