সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ১১:৫৫ এএম

রামু রাজ্য জনাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন নির্মাণে প্রস্তর স্থাপন করেছেন- জাতীয় সংসদের হুইপ ওক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুমওয়ার কমল। সোমবার, ১৫ জুলাই বিকাল ৩ রামু রাজনৈতিক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কেন্দ্রে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
পৌর জনস্বাস্থ্য প্রকৌশল অদপ্ত কক্সবাজার রাজনীতি প্রকৌশলী মো মোস্তাজুর রহমান, রামু উপজেলা আওয়ামী ক্ষমতাসীন মো: রাশেদুল ইসলাম, রামুচার্জ আবু তাহের তাহের, ভাইস মো: আবদুল্লাফি সিকদার, ভাইস মোঃ আবদুল্লাফি সিকদার, ভাইস মুসরাত জাহাঙ্গীর মুন্নী, প্রীল মশার হাসান হাসান , রামু উপজেলা জনাস্থ্য ক্যাপ প্রকৌশল প্রকৌশলী প্রকীছাইক, রাজারকুল ইউপি চাপি মফিজুর রহমান মফিজ, রামু প্রেস ক্লাবের নেতৃত্বে বড়ুয়া, সাধারণ নির্বাচন সোয়েব সাদ, জনস্বাচ্ছ্যের প্রকৌশল অধিদপ্তর ঠিকদার, বাংলাদেশ স্বাচ্ছাসেবক শক্তি মহম্মদ বোখারি উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন কালে মোনাজাত সূত্রে- উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম। জনপ্রতিনিধি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
রামু জনাস্থ্য প্রকৌশলী ক্যাছাই মং চাক উপজেলা- ওয়ার্ল্ড প্রশাসনের সহায়তা ইএমসিআরপি প্রকল্পের সিদ্ধান্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তর, কক্সবাজারে দুপুর নতুল অফিস ভবন নির্মাণে গঠন প্রস্তর স্থাপন করা হয়েছে। এ ভবন নির্মাণে ব্যর্থ হয়েছে ৯৩ লাখ ৬৬ হাজার টাকা। আগামী ১ এপ্রিলের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হচ্ছে

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...