ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৪/২০২৩ ৪:১২ এএম , আপডেট: ০৯/০৪/২০২৩ ২:১৮ পিএম

কক্সবাজারের রামুতে গরু পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক দোকান কর্মচারী নিহত এবং তিন জন আহত হয়েছেন।

শনিবার (০৮ এপ্রিল) রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম।

নিহত আব্দুর জব্বার (৪০) কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ এলাকার মৃত জাকের আহমদ। তিনি স্থানীয় একটি দোকানের কর্মচারী। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি চেয়ারম্যান শামসুল আলম।

স্থানীয়দের বরাত দিয়ে শামসুল আলম বলেন, ‘শনিবার রাতে পূর্ব কাউয়ারখোপ এলাকায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা পাঁচ-ছয়টি গরু জব্দ করেন বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্যরা। গরুগুলো নিয়ে আসার সময় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান পাচারকারীরা। একপর্যায়ে বিজিবির সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছুড়েন তারা। আত্মরক্ষার্থে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। এতে স্থানীয় নির্মাণসামগ্রী দোকানের কর্মচারী আব্দুর জব্বার নিহত এবং তিন জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

চেয়ারম্যান আরও বলেন, ‘ঘটনার পরপরই বিজিবির সদস্যরা নিহতের লাশ নিয়ে গেছেন। খবর পেয়ে রামু থানার ওসি মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

এ ব্যাপারে জানতে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

তবে একজন নিহতের খবর নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আনোয়ার হোসাইন।

পাঠকের মতামত

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...