প্রকাশিত: ০২/০৭/২০১৬ ২:০৭ পিএম , আপডেট: ০২/০৭/২০১৬ ২:৩০ পিএম

ispr-brief-jugantor_18130_1467446378ডেস্ক রিপোর্ট ::

গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে বন্দুকধারীদের হামলার ঘটনায় মোট ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর।

নিহতদের মধ্যে ২০ জনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে বন্দুকধারীরা।

এছাড়া গতরাতে অভিযানের সময় বনানী থানার ওসি ও ডিবির একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আর কমান্ডো অভিযানে নিরাপত্তাবাহিনীর গুলিত নিহত হন ৬ জন বন্দুকধারী। এ সময় এক বন্দুকধারীকে জীবিত আটক করা হয়।

শনিবার দুপুরে আইএসপিআরের এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, শুক্রবার রাতে হলি আর্টিজানে বন্দুকধারীদের হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় বন্দুকধারীদের হামলায় বনানী থানার ওসি সালাউদ্দিন ও ডিবির এসি রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে সরকার প্রধানের নির্দেশে সেনাবাহিনীর নেতৃত্বে নৌ বাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের নেতৃত্বে ‘অপারেশন থান্ডার বোল্ট’ শীর্ষক যৌথ অভিযান পরিচালিত হয়।

শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে অভিযান শুরু হয়। এর ১২/১৩ মিনিটের মধ্যেই সাত বন্দুকধারীর মধ্যে ছয়জন নিহত হয়। সকাল সাড়ে ৮টায় অভিযান সম্পন্ন হয়।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...