জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১/০৭/২০২৪ ২:১২ পিএম

উখিয়ার রাজাপালং ইউপির উপ নির্বাচনে অংশ নেওয়া চার চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রতীক পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উখিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আলোচিত এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী’র ভাতিজা সাদমান জামী চৌধুরী সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন, এবার তিনি এই প্রতীক চেয়েছিলেন।

তবে আরেক প্রার্থী উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন ও একই প্রতীক প্রত্যাশী হওয়ায় লটারীতে তিনি ‘ঘোড়া’ পেয়েছেন,জামী’কে দেওয়া হয়েছে চশমা প্রতীক।

এছাড়াও ফরিদুল আলম মোটর সাইকেল ও আব্দুল মালেক চৌধুরী টেলিফোন প্রতীক পেয়েছেন।

এই নির্বাচনে অংশ নেওয়া হুমায়ুন কবির চৌধুরী’র মনোনয়ন জেলা নির্বাচন কার্যালয় বাতিল করলেও হাইকোর্টের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানা গেছে।

আদেশপত্র হাতে পেলে তিনিও প্রতীক পাবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

২৭ জুলাই, ইভিএমে ১৫ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের চেয়ারম্যান নির্বাচিত করবেন এই ইউনিয়নের ৪২৫৯৮ জন ভোটার।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...