প্রকাশিত: ২৪/০৬/২০২২ ৮:০৪ এএম


রাজশাহী থেকে কক্সবাজার রুটে চালু করা হবে বিমান চলাচল। বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ারের একটি ফ্লাইট এই রুটে চলাচল করবে। তবে এখনো দিনক্ষণ ঠিক না হলেও প্রত্যেক সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এই রুটে বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।

গতকাল বুধবার বিকেলে ঢাকায় নভোএয়ারের চেয়ারম্যান ফায়জুর রহমান বাদলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বৈঠক শেষে মেয়র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চলাচলের দাবি জানিয়ে আসছেন রাজশাহীবাসী। দীর্ঘদিন ধরে দাবিটি পূরণে চেষ্টা চালিয়ে আসছিলাম। অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই রুটে নভোএয়ারের একটি ফ্লাইট চালু হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানসহ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। ওই বৈঠকে মেয়রের প্রস্তাবে সাড়া দেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান

পাঠকের মতামত

সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি নেইউখিয়ায় অফিস-দোকানে নেই অগ্নিনির্বাপণ সরঞ্জাম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সরকারি-বেসরকারি অফিস, এনজিও সংস্থা, হাসপাতাল, ক্লিনিক, দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ...