প্রকাশিত: ৩০/০১/২০১৭ ১০:৩১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে অং সান সু চির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রভাবশালী আইনজীবী ইয়াঙ্গুন বিমানবন্দরে আততায়ীর হাতে খুন হয়েছেন।

আইনজীবী কো নি মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক ও পররাষ্ট্রমন্ত্রী সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির উপদেষ্টা ছিলেন। তাকে হত্যা করার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আন্তর্জাতিক সফর শেষে রোববার ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছানোর পর অজ্ঞাত সন্ত্রাসী তার মাথায় গুলি করে এবং এতে তার মৃত্যু হয়। এ সময় এক ট্যাক্সিচালকও গুলিবিদ্ধ হন।

কো নিকে হত্যার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মিয়ানমার পুলিশ।

বৌদ্ধপ্রধান মিয়ানমারে কো নি ছিলেন প্রভাবশালী মুসলিম আইনজীবী ও রাজনৈতিক। তার মৃত্যুর সঙ্গে রোহিঙ্গা ইস্যুর কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

তবে মিয়ানমারে এ ধরনের হত্যাকাণ্ড একেবারেই বিরল। যে কারণে কো নির হত্যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে মিয়ানমারে।

১৯৮৮ সালে মিয়ানমারে গণ-জাগরের সময় ছাত্রনেতা ছিলেন কো নি। জান্তা সরকারের বিরোধিতা করায় তিনি কারাবন্দি ছিলেন। কারামুক্ত হওয়ার পর সু চির রাজনৈতিক দলের উপদেষ্টা নিযুক্ত হন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

রাইজিংবিডি

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন যে তার সংস্থা রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে ...

যুক্তরাষ্ট্রের সব বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...

নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত করবে জাতিসংঘ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত কর‌বে জাতিসংঘ। মিয়ানমারে ...