উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১০/২০২২ ৬:১১ পিএম

মিয়ানমারের তিনটি প্রদেশে গত দুই দিনে জান্তাবিরোধীদের হামলায় অন্তত ২০ জন জান্তা সৈন্য হতাহত হয়েছে। এ সময় জান্তা বাহিনীর হামলায় মারা গেছেন ১০ বেসামরিক নাগরিক। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের চিন, কায়াহ ও কারেন প্রদেশের বাগো, মান্দালয় ও তানিনথারি অঞ্চলে হামলা চালায় জান্তা সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলো (ইএও)। সংগঠনগুলোর হামলায় জান্তা সেনা হতাহত হয়।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গত বৃহস্পতিবার চিন রাজ্যের বাগো অঞ্চলে জান্তা বাহিনীর একটি ক্যাম্পে অভিযান চালায় পিডিএফের সেনারা। এতে ১২ জান্তা সেনা নিহত হয়। আহত হন আরও অনেকে। সেই ক্যাম্প থেকে পশ্চাদপসরণ করে পালিয়ে যাওয়ার আগে একটি গ্রাম পুড়িয়ে দেয় জান্তাবাহিনী। জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় ক্যাম্প বানিয়ে বিরোধীদের দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছে মিয়ানমারের বিরোধী দলগুলো।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। বিগত জাতীয় নির্বাচনে জয়ী অং সান সু চিকে আটক করে জান্তা বাহিনী। এরপর থেকেই দেশটিতে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই। সেই প্রতিবাদে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজারের বেশি বন্দী হয়েছেন ১০ হাজারেরও বেশি।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...