প্রকাশিত: ০১/১০/২০১৯ ৮:৪৩ এএম

সম্প্রতি বাংলাদেশ থেকে ২৬ রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে গেছে বলে দাবি করেছিল দেশটির সরকার। তাদের মধ্যে একজনকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশান আর্মির (আরসা) সদস্য সন্দেহে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। রাখাইনের মংডু জেলার প্রশাসক উ সো অংয়ের বরাত দিয়ে মিয়ানমানের সংবাদমাধ্যম দি ইরাবতি এই তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে বাংলাদেশ থেকে তুংপিও লেটউয়ি দিয়ে তিনটি পরিবারের ২৬ জন মানুষ স্বেচ্ছায় মংডুতে ফিরে এসেছে। আমরা তাদের যাচাই করেছি। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তাই আমরা তাকে গ্রেপ্তার করেছি। কিন্তু অন্যদের

আমরা ফিরে আসার জন্য সহায়তা দিয়েছি।

২০১৭ সালে মংডুতে আরসা যে ধারাবাহিক হামলা চালিয়েছিল, তখন ওই হামলায় জড়িত সন্দেহভাজনদের ছবি ও নামসহ তাদের বিস্তারিত তথ্য এরই মধ্যে প্রকাশ করেছে মিয়ানমার সরকার। উ সো অং বলেন, যারা স্বেচ্ছায় ফিরে আসছেন আইন ও নীতি অনুযায়ী তাদের তথ্যের সঙ্গে সরকারের নথি মিলিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে যাওয়া ২৭০ জন স্বেচ্ছায় রাখাইনে ফিরে গেছে বলেও দাবি করেন তিনি।

রাখাইনের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ইরাবতি জানায়, যেসব রোহিঙ্গা ফিরে গেছে তাদের রাখাইনের ইউইএইচআরডি প্রকল্পের আওতায় মানবিক ও পুনর্বাসন সহায়তা দেওয়া হয়েছে। যেসব গ্রামে তাদের আত্মীয়রা বাস করে, সেখানে পুনর্বাসন করা হয়েছে তাদের। সুত্র: আমাদের সময়

পাঠকের মতামত

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির ...