ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০১/২০২৩ ৯:৪৯ এএম

মিয়ানমারের রাজনৈতিক দলগুলোর জন্য শুক্রবার নতুন নির্বাচনী আইন জারি করা হয়েছে। দেশটির সামরিক জান্তা প্রশাসনের তরফ থেকে কঠোর আইনটি তৈরিতে কাজ করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। নতুন আইনে দেশটির রাজনৈতিক দলগুলোকে দুই মাসের মধ্যে নতুন করে নিবন্ধন নিতে হবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর জরুরি অবস্থা জারি করা হয়। চলতি জানুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে এই জরুরি অবস্থা। সে দেশের সংবিধান অনুসারে এরপর নির্বাচনের আয়োজন করতে হবে। তবে এখন পর্যন্ত নির্বাচনের সম্ভাব্য কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন সামনে রেখেই নতুন আইন সামনে এনেছে জান্তা সরকার। আইন অনুসারে, রাজনৈতিক দলগুলোকে দুই মাসের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের তিন মাসের মধ্যে দলগুলোকে অন্তত ১ লাখ সদস্য সংগ্রহ করার প্রতিশ্রুতি দিতে হবে। সেই সঙ্গে ছয় মাসের মধ্যে মিয়ানমারের অন্তত অর্ধেক শহরে দলীয় কার্যালয় খুলতে হবে। এতে ব্যর্থ হলে সেই দলেল নিবন্ধন বাতিল করা হবে।

সূত্র: ব্লুমবার্গ

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...