উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০৩/২০২৩ ৮:১৯ এএম

রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা চলমান রাখতে তহবিল চাহিদার কথা জানিয়েছে গাম্বিয়া। এ জন্য পশ্চিম আফ্রিকার দেশটিকে আর্থিক সহযোগিতা করতে মুসলিম বিশ্বের জোট ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত শুক্রবার মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচটে ওআইসির ৪৯তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার বিষয়েও অনুষ্ঠিত হয় ওআইসির মন্ত্রী পর্যায়ের অ্যাডহক কমিটির বৈঠক। ওই বৈঠকে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘন নিয়ে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে চলমান মামলার হালনাগাদ তথ্য তুলে ধরেন। মামলা চালাতে ওআইসি সদস্যদের আর্থিক সহযোগিতা এবং তহবিল চাহিদার বিষয়টিও তুলে ধরেন তিনি।

বৈঠকে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসি সদস্যদের অবশ্যই দায়িত্ব নিতে হবে। রোহিঙ্গারা যাতে নিরাপদে এবং সম্মানের সঙ্গে নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে পারে। বৈঠকে আন্তঃদেশীয় আর্থসামাজিক বিপর্যয় রোধে রোহিঙ্গা প্রত্যাবাসনের গুরুত্ব তুলে ধরেন তিনি।

গাম্বিয়াকে আইনি সহায়তা দেওয়ার জন্য ওআইসিকে ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রাপ্তিতে মামলা চলমান রাখার ওপর গুরুত্বারোপ করেন ড. মোমেন। মামলার খরচ চালাতে ওআইসি সদস্য দেশগুলোকে স্বেচ্ছায় আর্থিক সহযোগিতার আহ্বান জানান তিনি। বৈঠকে সৌদি আরব, তুরস্ক, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, মিসর, পাকিস্তান ও গাম্বিয়াসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...