প্রকাশিত: ২১/০৯/২০১৬ ৭:১৯ এএম

2_62064লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। এতদিন টিভি নাটকে অভিনয় করলেও বর্তমানে শুধু চলচ্চিত্রে অভিনয় নিয়েই পরিকল্পনা তার। তাই এবারের ঈদে কোনো নাটকে অভিনয় করতে দেখা যায়নি তাকে। ঈদের আগে অনন্য মামুন পরিচালিত ‘আমি শুধু তোর হব’ নামের একটি ছবির শুটিং শেষ করেই পরিবার নিয়ে অবসর কাটাতে উড়ার দেন অস্ট্রেলিয়ায়। সেখান থেকে ফিরেই ‘পাষাণ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে মিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এখন ছবির জন্যই নিজেকে প্রস্তুত করছি। তাই অন্য কোনো দিকে আর সময় দিতে চাচ্ছি না। ঈদের আগে নতুন একটি ছবির শুটিং শেষ করেছি। এখন পাষাণ ছবিতে অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। তবে এতে অভিনয় করা এখনও নিশ্চিত নয়। কয়েকদিন পরই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব’। উল্লেখ, পাষাণ ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির। ছবিটি শুরুর প্রথম থেকেই বিতর্ক জন্ম দিয়ে যাচ্ছেন তিনি। শুরুতে ছবিটিতে অভিনয়ের জন্য সুমিত ও পরীমণির নাম ঘোষণা করলেও নেয়া হয় কলকাতার ওম ও এমিয়া এমি নামের এক নতুন মুখকে। কদিন যেতে না যেতেই আবার নানা অজুহাত তুলে বাদ দেন এমিয়া এমিকে। ফলে সৈকত নাসিরকে নিয়ে নানা বিতর্ক উঠে চলচ্চিত্র পাড়ায়। এদিকে এরইমধ্যে পাষাণের পঞ্চাশভাগ শুটিং শেষ হয়েছে। এখন কেবল বাকি আছে নায়িকার অভিনয় অংশের সবগুলো সিকোয়েন্স।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...