প্রকাশিত: ১৪/০১/২০১৭ ১০:২৭ এএম

ঢাকা: মায়ানমারে সাজা চলাকালে ছয় বাংলাদেশি জেলেকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তাদের এখন বাংলাদেশে পাঠিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

শুক্রবার মায়ানমারের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

মায়ানমার নিউজ এজেন্সির বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এসব তথ্য জানায়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৯ নভেম্বর টেকনাফের কাছে মায়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ওই ছয় বাংলাদেশি জেলেকে আটক করা হয়। মায়ানমারে সাজা ভোগ করছিলেন তারা। দেশটির প্রেসিডেন্ট ক্ষমা করায় তাদের এখন বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, মায়ানমার ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন বিভাগ ওই ছয় বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাদের ফেরত পাঠানো হবে। সুত্র:আরটিএনএন

পাঠকের মতামত

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ চাচি শাশুড়িকে মা বানিয়ে বাংলাদেশি হতে চান রোহিঙ্গা যুবক!

রোহিঙ্গা যুবক সাহাব উদ্দিন (২৪) বিয়ে করেছেন বাংলাদেশি নারী খুরশিদা আক্তারকে। তাদের ঘরে জন্ম নিয়েছে ...

সেন্ট মার্টিনে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ ...