প্রকাশিত: ০১/০২/২০১৭ ৯:০৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
গাজীপুরে টঙ্গী বাজার জামে মসজিদ থেকে ইয়াবাসহ তিনজনকে আটকের কথা জানিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।ডিবি জানায়, আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে সাড়ে ৮০০ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া থানার কোটাখালী এলাকার নুরুল ইসলাম (৫৫), গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকার মো. সোহেল (৩৪)। এ ছাড়া আরেকজন শিশু (১১)। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে।

গাজীপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, টঙ্গী বাজার জামে মসজিদের বারান্দায় আজ দুপুরে মুসল্লি বেশে নুরুল ইসলাম ও সোহেলসহ চার-পাঁচজন যুবক বসে ছিলেন। এ সময় সেখানে আটক শিশু একটি বিস্কুটের প্যাকেট নুরুল ইসলামের হাতে তুলে দেয়। ওই প্যাকেটে সাড়ে ৮০০ ইয়াবা ছিল।

ওসি জানান, মসজিদের বারান্দায় বসেই মাদক ব্যবসায়ীরা ইয়াবা কেনা-বেচা করছে, এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দল অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তিনজনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করা হয়। নুরুল ইসলামের কাছ থেকে ৬০০, শিশুটির কাছ থেকে ২০০ এবং সোহেলের কাছ থেকে ৫০টি ইয়াবা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক নুরুল ইসলাম পুলিশকে জানান, তিনি গাজীপুরের জয়দেবপুর থানার হালডোবা এতিমখানা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। প্রায় দেড় বছর আগে মাদকসহ ধরা পড়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়। তাঁর বিরুদ্ধে জয়দেবপুর ও টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে।

আটক শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, কক্সবাজারের নুরুল ইসলাম ও ইউনুস আলী ঢাকার একটি হোটেলে চাকরি দেওয়ার কথা বলে বাড়ি থেকে ঢাকার আবদুল্লাহপুরে নিয়ে আসে। ইউনুস আলী তাকে একটি বিস্কুটের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে তা টঙ্গীর ওই মসজিদে পৌঁছে দিতে বলে। এনটিভি

পাঠকের মতামত

স্ত্রী সন্তান রেখে স্কুল শিক্ষিকাকে নিয়ে পালালেন শ্রমিকদল নেতা

মানিকগঞ্জের শিবালয় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এস.এম. রাজু হোসেনকে ঘিরে নারী কেলেঙ্কারির অভিযোগে এলাকায় তোলপাড় ...

হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাদমান জামী চৌধুরী

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ...

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ...

উখিয়ায় এইচএসসি ফল বিপর্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা

উখিয়ার দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ...

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান নুরুল আবছার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ...