প্রকাশিত: ০৯/০৪/২০১৭ ৪:০৯ পিএম , আপডেট: ০৯/০৪/২০১৭ ৪:২৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে মরিচ্যা বাজারে মৃত গরুর মাংস বিক্রি ফিরেনহা মাছ বিক্রির অভিযোগ ২ জনকে গ্রেফতার করেছে। রবিবার সকাল ১১টায় দিকে ইউএনও নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার মরিচ্যা বাজারে স্থানীয় অসাধু কিছু কসাই বিভিন্ন স্থান থেকে মৃত গরুর মাংস সংগ্রহ করে সুযোগ বুঝে বাজারে বিক্রি করে আসছিল দীর্ঘদিন থেকে। যার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আকষ্মিক অভিযান পরিচালনা করে হাতে-নাতে মৃত গরুর মাংস বিক্রি করার অপরাধে কসাই কামাল উদ্দিন কে গ্রেফতার করে। বিক্রি নিষিদ্ধ ফিরেনহা মাছ বিক্রি করার অপরাধে বাবুল মিয়াকে গ্রেফতার করে উপজেলায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংস বিক্রেতাকে ২৫হাজার এবং ফিরেনহা মাছ বিক্রেতাকে ৫হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈন উদ্দিন। জব্দকৃত গরুর মাংস গুলো নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রের্টের কার্যালয়ে নিয়ে এসে ধংস করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম, সহকারি সেনিটারি ইন্সপেক্টর (শিক্ষানবিশ) মোঃ ইউনুছ মাহমুদ ও এস আই আনিছ।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...