ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ৭:২২ এএম

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে আসা এক রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ২২ নম্বর ক্যাম্পের ৩৯৫ রুমের বাসিন্দা আমির হোসেনের ছেলে নুরুল আমিন (৩০), সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের বাওরকোট গ্রামের স্বর্ণকার বাড়ির মৃত শফিকুল্লার ছেলে মো. বেলায়েত হোসেন (৪৩) এবং একই এলাকার মৃত মুজিবুল হকের ছেলে মোহাম্মদ সেলিম (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে বসবাসরত সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা রাজুর মাধ্যমে রোহিঙ্গা যুবক নুরুল আমিন স্থানীয় ইউনিয়নের জন্মসনদ তৈরি করেন। এরপর মঙ্গলবার সকালে উখিয়া ক্যাম্প থেকে সোনাইমুড়ীতে আসেন এবং বেলায়েত হোসেনের সঙ্গে দেখা করেন।

বেলায়েত হোসেন নুরুল আমিনের ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নির্বাচন অফিসে নিয়ে যান। সেখানে ছবি তোলার সময় কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে নির্বাচন অফিসের কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে নুরুল আমিন জানান, তিনি রাজুর মাধ্যমে ভোটার হতে এসেছেন এবং রাজু তাকে বেলায়েতের হাতে তুলে দিয়েছেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিসের সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আলী হোসেন জানান, তাদের আচরণ ও তথ্যে গরমিল পাওয়ায় চ্যালেঞ্জ করলে তারা ধরা পড়েন। পরে আটক তিনজনকে সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...