প্রকাশিত: ০৭/০৪/২০১৭ ১০:৩০ পিএম


উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে বিভাগের সব জেলা ও উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।

তিনি জানান, এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ভিক্ষুকদের একটি পরিসংখ্যান পাওয়া গেছে। তাদের কীভাবে ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে পুনর্বাসন করা যায়, সে লক্ষ্যে একটি সময়োপযোগী কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ভিক্ষুকদের ডাটাবেইজ তৈরি করতে চলতি মাসের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে।

রুহুল আমীন জানান, আগামী মে মাসে ভিক্ষুকদের পুনর্বাসনে তহবিল তৈরির মাধ্যমে ভিক্ষুকদের পরিসংখ্যান সংগ্রহ কর্মসূচি প্রণয়ন করা হবে। একই সঙ্গে জুন মাস থেকে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন, জেলা পরিষদ, চেম্বার, সমাজসেবা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, বিআরডিবি, আইনজীবী সমিতি, বিভিন্ন এনজিও সংগঠনসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে চট্টগ্রাম বিভাগকে ভিক্ষুক মুক্ত করা হবে

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...