প্রকাশিত: ০৫/০৬/২০১৭ ১২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০০ পিএম

বিডিটোয়েন্টিফোর লাইভ::
আবগারি শুল্ক আগের অবস্থায় ফিরিয়ে আনতে আহবান জানিয়েছেন হুইপ শহিদুজ্জামান সরকার। তিনি বলেন, ব্যাংকে ১ লাখ টাকা জমা রাখলে ৮০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে-অর্থমন্ত্রীর এ ঘোষণার পর মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের অবস্থায় নিয়ে আসার আহবান জানাচ্ছি।

সোমবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের দিনের কার্যক্রম শুরু হয়।

শহিদুজ্জামান সরকার বলেন, মানুষ অনেক কষ্ট করে ব্যাংকে টাকা জমা রাখবে আর সরকার তা থেকে ৮০০ টাকা কেটে নেবে এ নিয়ে মানুষ আতঙ্কিত। বিশেষ করে গ্রামের মানুষ অনেক কষ্ট করে টাকা জমা রাখে। আগে এ শুল্ক ২০ হাজার টাকায় ৫০০ টাকা ছিল। তাই আবগারি শুল্ক যেন আগের মতই থাকে এ আহ্বান জানাচ্ছি।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো তৈরির নীতিগত অনুমোদন

বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো তৈরি করা হবে। আন্তর্জাতিক ...

‘দেশি মুরগি খেতে না পারা’ আলোচিত শিক্ষিকার ছয়তলা নিজস্ব ভবন রয়েছে

ঢাকায় শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়ার আন্দোলনে অংশ নিয়ে আলোচনায় আসেন শিক্ষিকা শাহিনুর আক্তার শ্যামলী। এক গণমাধ্যমে তিনি ...

কক্সবাজার-৪ সহ ২৩ আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিরোধ

সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড পর্যালোচনা করছে বিএনপি। বিশেষ করে মনোনয়নবঞ্চিতসহ এলাকার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে ...

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...