উখিয়ায় দুই ভাইয়ের বিরুদ্ধে অপহরণ করে হত্যার চেষ্টার অভিযোগ
কায়সার হামিদ মানিক,উখিয়া উখিয়ায় সাংবাদিক এম,শাহজালাল রানার ছোট বোনের স্বামী নুরুল আলমকে বাড়ি থেকে অপহরণ ...

সোয়েব সাঈদ, রামু::
বৃষ্টিপাতের মধ্যে সড়কের পাশেই চুলায় বিটুমিন ও পাথর মিশ্রিত করে চালানো হচ্ছে সড়কের সংস্কার কাজ। ঐতিহাসিক রামকুট, নারকেল বাগান, সেনানিবাস, ৫০ বিজিবি সদর দপ্তরসহ বিভিন্ন কারনে জনগুরুত্বপূর্ণ রামু-মরিচ্যা সড়ক। দীর্ঘদিন এ সড়কে খানাখন্দকের ফলে চরম জনদুর্ভোগ বিরাজ করছে। সম্প্রতি সড়কটির সংস্কার কাজ শুরু হলেও তাতে চলছে চরম অনিয়ম। এমনকি ভরা বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের মধ্যে বিটুমিন দিয়ে এভাবে নির্বিঘেœ চলছে সংস্কার কাজ। ফলে সংস্কারের পরপরই তা ফের আগের মতো গর্তে রুপ নিচ্ছে। এনিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সঞ্চার। বৃহষ্পতিবার (১৫জুন) দুপুরে রামু-মরিচ্যা সড়কের অফিসেরচর বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকা থেকে ছবিটি তোলা হয়েছে।
পাঠকের মতামত