উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১০/২০২২ ৯:২৪ এএম

EN
By using this site, you agree to our Privacy Policy.
OK

পারিবারিক আয়োজনে আগামী শুক্রবার বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হয় স্বর্ণ ব্যবসায়ী বিজয় ধরের (২৮)। আত্মীয়স্বজনদের বিয়ের নিমন্ত্রণ জানাতে এ বাড়ি-ও বাড়ি ছুটছিলেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় থেমে গেছে তাঁর ছোটাছুটি। বিয়েবাড়িতে এখন উৎসবের বদলে চলছে মাতম।

রোববার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌর এলাকার নানুপুর-মাইজভান্ডার সড়কে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী বিজয় ধর। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সঙ্গে থাকা তাঁর বন্ধু রাজেশ ধর। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজয় ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চৌধুরীবাড়ির রুপাল ধরের ছেলে। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে বিজয় ধরের লাশ বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। বর-কনে দুই বাড়িতে কান্নার রোল পড়ে যায়। কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছিল না। সন্ধ্যায় বিজয় ধরের বাড়ির কাছের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিজয় ধরের সঙ্গে প্রতিবেশী এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। সেই সূত্রে পারিবারিকভাবে তাঁদের বিয়ের আয়োজন করা হয়। আগামী শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা হতে যাচ্ছিল। এ জন্য দুই পরিবারে চলছিল নানা প্রস্তুতি।

বিজয় ধরের ছোট ভাই অজয় ধর বলেন, ‘আমার ভাইয়ের আগামী শুক্রবার বিয়ের আয়োজন ঠিক করা হয়েছিল। নিজের বিয়ের নিমন্ত্রণপত্র খালার বাড়িতে দিয়ে ফিরে আসার পথে সড়ক দুর্ঘটনায় সব আয়োজন এক মুহূর্তে শেষ হয়ে যায়।’

ফটিকছড়ি থানার উপপরিদর্শক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহতের লাশের ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যক্তিগত গাড়িটির চালকসহ পালিয়ে যাওয়ায় জব্দ করা যায়নি

পাঠকের মতামত

গোল্ড কাপ ফাইনালে টিকিট কেলেঙ্কারি, মাঠে দর্শকদের বিক্ষোভ ও বিশৃঙ্খলা

জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। শুক্রবার ...

উখিয়ায় বাল্যবিবাহ বন্ধে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

উখিয়ায় বাল্য বিবাহের হার কমিয়ে আনতে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ...

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক চেয়ারম্যানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রামু উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক-এর দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায়। ...