প্রকাশিত: ২৮/১২/২০১৬ ২:৪৬ পিএম , আপডেট: ২৮/১২/২০১৬ ৩:৪২ পিএম

শহিদুল ইসলাম উখিয়া ::
কক্সবাজারের উখিয়ায় জেলা পরিষদ নির্বাচন ১৪ নং ওয়ার্ডে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। তবে প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের উৎসাহের কোন কমতি ছিল না। পোষ্টার, পেস্টুন, প্লাকার্ডে সয়লাব হয়ে যায়। উখিয়া উপজেলা পরিষদ হলরুমে জনপ্রতিনিধিরা ভোট দেন। ভোটার ছিল ৮১ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৭৭ টি। বাকী ১ জন অকাল মৃত্যু, অপর ১ ইউপি সদস্য ইয়াবার মামলা জেল হাজতে। উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) ভোট দিতে যাননি। দুপুর আড়াইার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসার। চেয়ারম্যান পদে খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী (আনারস প্রতীক ৭০ ভোট পেয়েছেন) বাকী ৭ ভোট পেয়েছেন এইচএম সালাহ উদ্দিন মাহমুদ (মটর সাইকেল)। ১৪ নং ওয়ার্ডে ৭৭ ভোটে জয়লাভ করেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও উখিয়ার শিক্ষাবিদ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী (তালা)। তার প্রতিদন্ধী প্রার্থী এডভোকেট খাইরুল আমিন (টিউবওয়েল প্রতীকে) কোন ভোট পায়নি। তবে মঙ্গলবার রাতে বিভিন্ন গণমাধ্যমকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছিল এডভোকেট খাইরুল আমিন। ফলাফল ঘোষনার পর পরই উখিয়ার আওয়ামীলীগ ও সহযোগীতা সংগঠনের নেতাকর্মী নিয়ে অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীর নেতৃত্বে এক আনন্দ মিছিল উখিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একরাম মার্কেট চত্ত্বরে গিয়ে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম।

পাঠকের মতামত

মিয়ানমারে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ

মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ঠাকুরদিঘি এলাকায় লবণবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম ...

জাসদ কার্যালয়ের জায়গায় ‘শহীদ আবু সাঈদ জামে মসজিদ’ নির্মাণের ঘোষণা

বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ভেঙ্গে ফেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) ...

বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আটক ৩৩

বান্দরবানের আলীকদম সীমান্তে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা। আজও বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক ...