প্রকাশিত: ১২/০৫/২০১৬ ১১:৪২ এএম

ডেস্ক রিপোর্ট ::

বুধবার রাত ১০টার দিকে আলীকদম উপজেলার থানচি-আলীকদম সড়কের বুলুপাড়া এলাকায় বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নে মিয়ানমার সেনাবাহিনী এ মর্টারসেল হামলা চালায়। এ সময় পাশাপাশি আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা হামলা চালায়।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৯টা বা ১০টার দিকে বুলুপাড়া এলাকায় বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
এ ব্যাপারে বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান জানান, মিয়ানমার আর্মিদের দু’গ্রুপে সংঘর্ষ চলাকালে কয়েকটি মর্টারসেল আলীকদমের বিজিবির নির্মানাধীন ৫৭ ব্যাটালিয়নের উপর দিয়ে যায় এবং বর্তমানে মিয়ানমার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সব সময় অ্যালার্ট আছে।

পাঠকের মতামত

এবার ইউএনওদেরও বদলি চাইল ইসি

সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর এবার সব উপজেলা নির্বাহী অফিসারদেরও (ইউএনও) পর্যায়ক্রমে বদলি চেয়েছে ...

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব: ইইউ রাষ্ট্রদূত

পুরো বিশ্ব বাংলাদেশে একটি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় ...