প্রকাশিত: ২৯/০৫/২০১৬ ৯:৩৯ পিএম , আপডেট: ২৯/০৫/২০১৬ ১০:২৩ পিএম

Shahid Pic 29-05-2016~1শহিদুল ইসলাম, উখিয়া ::

কক্সবাজারের আওতাধীন রেজু খাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৭৫০ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করেছেন। এ সময় তাদের বহনকারী সিএনজি গাড়িটি জব্দ করেন। ইয়াবা ও সিএনজির আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন।  রোববার আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে রামু থানার ওসি জানিয়েছেন। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার কচুবনিয়া গ্রামের মৃত আবদুল হকের ছেলে আবদুর রহিম (৪৪), তার স্ত্রী হামিদা বেগম (৩৫) ও মেয়ে ছামিরা (১৮)। রেজু খাল যৌথ চেকপোস্টের টহল কমান্ডার মোঃ শরিফ উল্লাহ বলেন, শনিবার রাতে টেকনাফ থেকে কক্সবাজার মূখী যাত্রীবাহী সিএনজিকে তল্লাশী চালিয়ে ইয়াবা ও ৩ পাচারকারীকের আটক করেন।

 

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...