প্রকাশিত: ২৯/০৬/২০১৬ ৩:২৭ পিএম

image-23347
ডেস্ক রিপোর্ট ::

প্রথমবারের মতো আট বিভাগীয় কমিশনারের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং আট বিভাগীয় কমিশনাররা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী বিভাগীয় কমিশনারদের আগামী এক বছরে কাজের লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। কতটুকু লক্ষ্য অর্জন হলো বছর শেষে তার মূল্যায়ন হবে।

বিভাগীয় কমিশনারদের সঙ্গে চুক্তি শেষে শফিউল আলম বলেন, আগে লিগ্যাল বাইন্ডিং (আইনগত বাধ্যবাধকতা) ছিল না। এখন যেহেতু চুক্তি করলাম পারস্পারিকভাবে দায়বদ্ধতার মধ্যে চলে এসেছি। প্রথমবারের মতো মাঠপর্যায়ের কাজকে টার্গেটের মধ্যে আনা হয়েছে।

সচিব বলেন, যে টার্গেটগুলো দেওয়া আছে আমরা যেন সবাই শতভাগ অর্জন করতে পারি সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। খুবই কষ্টসাধ্য চাকরি, কিন্তু ইনশাআল্লাহ আশা করি, চেষ্টা করলে সব জেলা প্রশাসকদের সঙ্গে নিয়ে শতভাগ সফল হতে পারব।

বিভাগীয় কমিশনারদের পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ বলেন, এ চুক্তির ফলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে।

পাঠকের মতামত

‘দেশি মুরগি খেতে না পারা’ আলোচিত শিক্ষিকার ছয়তলা নিজস্ব ভবন রয়েছে

ঢাকায় শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়ার আন্দোলনে অংশ নিয়ে আলোচনায় আসেন শিক্ষিকা শাহিনুর আক্তার শ্যামলী। এক গণমাধ্যমে তিনি ...

কক্সবাজার-৪ সহ ২৩ আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিরোধ

সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড পর্যালোচনা করছে বিএনপি। বিশেষ করে মনোনয়নবঞ্চিতসহ এলাকার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে ...

৫ ব্যাংক মার্জার: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি বিনিয়োগকারীদের

সংগঠনের সভাপতি বলেন, ‘আমরা গভর্নরের পদত্যাগ চাই। বিনিয়োগকারীদের কথা চিন্তা না করে গভর্নর ব্যাংকগুলোকে মার্জার ...

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৫ দফা দাবি আগামী ১১ নভেম্বরের ...

মিয়ানমারে সাধারণ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে ঢাকাকে অনুরোধ করেছে নেপিদো

মিয়ানমারের সামরিক সরকার আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করছে। ডিসেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে পর্যবেক্ষক ...