সন্ধ্যার পরে কোন স্কুল পরোয়া শিক্ষার্থী বাইরে থাকলে আইনি ব্যবস্থা
মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বেলাব থানা পুলিশ। ...

বান্দরবানের রুমায় দুটি মিনি ট্রাক সড়ক থেকে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার রুমা-কেউকারাডং সড়কের বগালেক ড়ালু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী জানান, আহত ১৪ জনকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ১০ জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনি ট্রাক দুটি রুমা সদরে যাচ্ছিল। এ সময় পেছনের ট্রাকের ব্রেক ফেল হয়। পরে সেটি সামনেরটিকে ধাক্কা দিলে দুটি মিনি ট্রাকই রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। সদর হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনকে মৃত ঘোষণা করা হয়।
পাঠকের মতামত