ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০২/২০২৫ ১০:২৩ এএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনাকায় গ্রামের আব্দুর রহমান মণ্ডলের ছেলে আল হোসাইন মণ্ডল (১৯), ছোট ধাপ এলাকার জিয়াউর রহমান প্রামাণিকের ছেলে শাহ নেওয়াজ (১৯) ও কাহালু উপজেলার কাজীপাড়া এলাকার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক (১৯)।

নিহত আল হোসাইনের যমজ ভাই আল হাসান বলেন, ‘রোববার রাতে তিনটি মোটরসাইকেলে করে আমরা ৯ জন বন্ধু নওগাঁ শহরে আয়োজিত বাণিজ্য মেলা দেখে বাড়ি ফিরছিলাম। একটি মোটরসাইকেলে ফিরছিল আমার ভাইসহ তিনজন। আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনজনই নিহত হয়। ওই মোটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তাঁরা গুরুত্বর আহত হয়। তাঁদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী বলেন, ‘খবর পাওয়ামাত্রই আমাদের দুটি ইউনিটের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। সান্তাহার পুলিশ ফাঁড়িতে মরদেহ তিনটি হস্তান্তর করা হয়েছে। নিহত তিনজনের বয়স ১৯-২০ বছরের মধ্যে হবে।’

সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিমুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, একটি মোটরসাইকেলে তিনজন নওগাঁ থেকে বগুড়ার দিকে ফিরছিলেন। পথিমধ্যে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে ঢাকাগামী দূরপাল্লার যাত্রীবাহী নৈশকোচকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

চাঞ্চল্যকর তথ্য : সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন: আসিফ

পাঠকের মতামত

সমুদ্রে নৌকাডুবি: চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার, বিজিবি সদস্যসহ এখনও নিখোঁজ অনেকে

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার ...

টেকনাফে রোহিঙ্গাবহনকারী নৌকাডুবি, নারী-শিশুসহ উদ্ধার ২৫ জন

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন ...

বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো উখিয়ার অর্চনা

বাংলাদেশ স্কাউটসের স্কাউট শাখায় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেছে উখিয়া উপজেলার উরিয়া মুক্ত ...

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া ...