প্রকাশিত: ০৩/০১/২০১৭ ৭:১৯ এএম , আপডেট: ০৩/০১/২০১৭ ৭:৩১ এএম
ফয়েসলেকে অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
ফয়েসলেকে অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

নিজস্ব প্রতিবেদক::অসামাজিক কার্যকলাপের দায়ে নগরীর ফয়েজ লেক এলাকার তিনটি আবাসিক হোটেল থেকে ৪৫ তরুণ-তরুণীকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২ জানুয়ারি)বেলা ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফয়েজ লেক এলাকার সিক্স স্বর্ণালী,লেক ভিউ রিসোর্ট ও মোটেল লেক সিটি থেকে মোট ৪৫ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান  জানান, অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৪ জন ও ইয়াবা তৈরির সরঞ্জাম রাখার দায়ে ১জনকে জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৩ জন পুরুষ ও ২২ জন নারী। আটকদের মধ্যে সবাই অবিবাহিত।

তিনি বলেন, পারিবারিক সম্মানের কথা চিন্তা করে অভিভাবকদের ডেকে তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। অপর একজনকে মাদক রাখার দায়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, অভিযানের বিষয়ে আমি অবগত নই।

 

পাঠকের মতামত

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ চাচি শাশুড়িকে মা বানিয়ে বাংলাদেশি হতে চান রোহিঙ্গা যুবক!

রোহিঙ্গা যুবক সাহাব উদ্দিন (২৪) বিয়ে করেছেন বাংলাদেশি নারী খুরশিদা আক্তারকে। তাদের ঘরে জন্ম নিয়েছে ...

সেন্ট মার্টিনে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ ...