প্রকাশিত: ০৯/১১/২০১৬ ১১:৫৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক160551_1

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কে হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট? ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টন নাকি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প?

বুধবার বাংলাদেশ সময় সকাল থেকেই ভোটের ফলাফলে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ব্যবধানে হিলারির চেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পের সঙ্গে হিলারির ব্যবধান কমতে থাকে।

তবে পপুলার ভোট প্রাপ্তির হারে হিলারি আর ট্রাম্পের মধ্যে চলছে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই।

সিএনএন জানাচ্ছে, ট্রাম্প এখনো পর্যন্ত পেয়েছেন ৪৯ শতাংশ ভোট। আর হিলারির ঝুলিতে পড়েছে ৪৬.৯ শতাংশ ভোট।

তবে আরেকটি মার্কিন সংবাদ সংস্থা এবিসি জানাচ্ছে, রিপাবলিকান প্রার্থী পেয়েছেন এখনও পর্যন্ত ৪৯ শতাংশ ভোট। আর ডেমোক্র্যাট প্রার্থী পেয়েছেন ৪৮ শতাংশ ভোট।

সূত্র: এনবিসি নিউজ

 

পাঠকের মতামত

স্বাভাবিক পথে সেন্টমার্টিনে যাচ্ছে খাদ্যপণ্য, টেকনাফে ফিরছে যাত্রী

অবশেষে স্বাভাবিক হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল। দীর্ঘ ৩৩ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে যাতায়াত করছে ...