প্রকাশিত: ০৭/০৭/২০১৮ ১১:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০২ এএম

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের নাদামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার জাহাঙ্গীর তালুকদার, সাজনা বেগম, নাহিদ তালুকদার, সাইফ আহমদ। সিলেটের ওসমানি নগর উপজেলার তাজপুর এলাকার সিএনজি অটোরিক্সা চালক লায়েছ মিয়া ও প্রাইভেট কারের চালক শেরপুর এলাকার করিম পুর গ্রামের শাহাদাৎ তালুকদার।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটগামী যাত্রীবাহী প্রাইভেটকার ও মৌলভীবাজারগামী সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজন যাত্রী মারা যান। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এ এম জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পলাশ রায় জানান, ৬টি লাশ হাসপাতালে আছে। গুরুতর আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

প্রেমিক জুটি আটক, গরিবের মেয়ে বলে মেনে নিতে নারাজ ছেলে পক্ষ

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রেমিক-প্রেমিকাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে প্রেমিকা গরিব ...

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগউখিয়ায় অনিয়ম নিয়ে কথা বলায় চাকরি হারালেন এনজিও কর্মী

উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন উন্নয়ন সংস্থায় স্থানীয় মাঠকর্মীদের দেদারসে ছাঁটাইয়ের মিশন চলছে সম্প্রতি ...