উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১০/২০২৩ ৭:০৯ এএম

ইসরায়েলে গত ৭ অক্টোবর রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পরপরই গাজায় হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলার এক সপ্তাহ হয়ে গেছে। সংঘাতের অষ্টম দিনে সেই হামলা আরও জোরদার করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সংঘাতের অষ্টম দিনে গাজায় প্রতি ৫ মিনিটে একজন করে ফিলিস্তিনি নিহত হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বিবৃতিতে ইউরো–মেড হিউম্যান রাইটস মনিটর বলছে, সংঘাতের অষ্টম দিনে প্রতি ১০ মিনিটে দুজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে রাস্তায় নামল ইসরায়েলিরা নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে রাস্তায় নামল ইসরায়েলিরা
শনিবার এ সংঘাতের সবচেয়ে ভয়াবহ দিন। এই দিন অন্তত ৩২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ৭ অক্টোবরের পর এ পর্যন্ত গড়ে প্রতিদিন ২৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবার স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। এতে নিহত আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। যেখানে–সেখানে পড়ে আছে লাশ। সেসব লাশ নিয়ে রাখা যাচ্ছে না হাসপাতালের মর্গেও। কেননা হাসপাতালের মর্গও এরই মধ্যে লাশে ভর্তি। এ কারণে আইসক্রিমের ট্রাকে রাখা হচ্ছে ফিলিস্তিনিদের লাশ।


এক প্রতিবেদনে এমন তথ্যই দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। ভিডিওতে দেখা যায়, শুধু আইসক্রিমের ট্রাকে নয়, রেফ্রিজারেটর সুবিধা থাকা খাবার বহনকারী গাড়িতেও রাখা হচ্ছে লাশ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুইটি হাসপাতালের কার্যক্রমই বন্ধ হয়ে গেছে। নিহত হয়েছেন ২৮ জন স্বাস্থ্যকর্মী। অকেজো হয়ে গেছে ২৩টি অ্যাম্বুলেন্স

পাঠকের মতামত

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...

বিমান ছিনতাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতির ...