প্রকাশিত: ১৯/১২/২০১৬ ৭:২৩ এএম

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া

পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া গ্রামে একটি মুরগীর ফার্ম পুড়ে ছাই হয়ে গেছে। এতে পথে বসেছেন খামারি। ফার্মটির মালিক আনোয়ার হোসেন এমজারুল। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

মালিক আনোয়ার হোসেন এমজারুল বলেন, তিনি দীর্ঘদিন ধরে পূর্ব উজানটিয়া গ্রামে একটি বয়লার মুরগীর ফার্ম করে আসছেন। গত বুধবার রাতে হঠাৎ আগুন লেগে ফার্মটি পুড়ে গেছে। এসময় তাঁর আড়াই হাজার মুরগীর বাচ্চা পুড়ে অঙ্গার হয়ে যায়। এতে তাঁর অন্তত সাড়ে চার লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁর সব পুজি ওই ফার্মটিতে খাটিয়েছিলেন। এখন তিনি নি:স্ব হয়ে পড়েছেন বলে সাংবাদিকদের জানান।

এমজারুল বলেন, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা সনাক্ত করতে পারেননি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...

উখিয়ায় পরপর তিন ছেলেকে হত্যা, মায়ের কান্না থামানোর কেউ নেই

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম মনখালী। ...