প্রকাশিত: ০৮/০১/২০১৭ ৭:২৪ এএম

চকরয়িা প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বটতলীয়াপাড়ায় গতকাল শুক্রবার বসতঘরের মাটির দেয়ালচাপায় দিলোয়ারা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন।

দিলোয়ারা বেগম উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকার মৃত আবদুল মালেকের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিন বছর ধরে তিনি বাবার বাড়ি বটতলীয়াপাড়ায় থাকেন।

আহত দুজন হলেন দিলোয়ারার ভাই আবু তাহের (৪০) ও অপর ভাই আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম (৩৩)। তাঁদের প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রেনুয়ারাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, দিলোয়ারা তাঁর ভাই ও ভাবির সঙ্গে গতকাল সকাল থেকে বসতঘরের মাটির দেয়াল তুলছিলেন। দুপুরে হঠাৎ মাটির দেয়ালের কিছু অংশ তাঁদের ওপর ধসে পড়ে। এ সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে দিলোয়ারা নিহত হন। আহত হন অপর দুজন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

মানব পাচার প্রতিরোধ আইন প্রয়োগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

উখিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মানব পাচার প্রতিরোধ আইন–২০১২ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ...

উখিয়ায় জমি দখলকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, কুপে ৫ জন গুরুতর আহত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব পারিরবিল এলাকায় জমি জবরদখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় অন্তত ...