প্রকাশিত: ১১/০৬/২০১৭ ৬:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪১ পিএম

ফরিদুল মোস্তফা খান ও সাইফুল ইসলাম , কক্সবাজার থেকে::
ঘূর্ণিঝড় ‘মোরার’ ধকল কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবার নতুন করে লঘুচাপ সৃষ্টি হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।এই অবস্থায় পর্যটক শূণ্য হয়ে পড়েছে কক্সবাজার । ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে সৈকতের বিস্তির্ণ জলরাশি ।
আবহাওয়াবিদরা মনে করছেন, এটি আরও ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
উল্লেখ্য গতমাসের শেষদিকে হওয়া ঘূর্ণিঝড় মোরার তাণ্ডবে উপকূলীয় জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় ঘরবাড়ি গাছ পালা বিধ্বস্ত হয়ে চার জেলায় আটজনের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...