প্রকাশিত: ১৯/১০/২০১৭ ৩:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০২ পিএম

ওবাইদুল হক চৌধুরী,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে আটকে পড়া প্রায় ১৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। তাদের উখিয়ার কুতুপালং ও বালুখালিতে ক্যাম্পে নেয়া হচ্ছে।

নতুন করে বিপুল সংখ্যক রোহিঙ্গা আসার খবরে গত সোমবার থেকে সীমান্তে কড়াকড়ি আরোপ করে প্রশাসন। এরপর থেকে নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছে ১৫ হাজার রোহিঙ্গা। তবে সেখানে তাদের খাদ্য-চিকিৎসাসহ সব মানবিক সেবা হচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত বাংলাদেশে এসেছে ৫ লাখ ৮২ হাজার রোহিঙ্গা।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...