প্রকাশিত: ০১/১২/২০২১ ৫:৫৫ পিএম

নির্বাচনী সহিংসতায় নিহত বিজিবির সদস্য রুবেল মিয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

বুধবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম হেলিকপ্টারযোগে বগুড়ার সোনাতলা নামেন।

পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বেইগুনী গ্রামে বিজিবি সদস্য রুবেল মিয়া বাড়িতে আসেন তিনি। সেখানে রুবেল মিয়ার কবর জিয়ারত করে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শেষে রুবেল মিয়ার স্ত্রী জেসমিন বেগম ও বাবা নজরুল ইসলামের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন।

এসময় মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, রুবেল নিহত হওয়ার ঘটনা মর্মান্তিক। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এর আগে ২০০৩ সালের ডিসেম্বরে বিজিবিতে যোগদান করেন রুবেল। নীলফামারী ৫৬ বিজিবির ল্যান্স নায়েক হিসাবে কর্মরত ছিলেন তিনি। ২৮ নভেম্বর নীলফামারীর গাড়ামারা ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে দুই চেয়ারম্যান প্রার্থীর হামলায় নিহত হন রুবেল মিয়া। পরদিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বেইগুনী গ্রামে তার দাফন সম্পন্ন করা হয় ।

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...