বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০১/০১/২০২৪ ৮:৪৮ এএম

সৈকতে হাজার হাজার পর্যটক ও স্থানীয় লোকজন ফানুস উড়িয়ে-আতশবাজি ফুটিয়ে বরণ করে নিল ইংরেজি নতুন বছরকে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
কক্সবাজার সৈকতে হাজার হাজার পর্যটক ও স্থানীয় লোকজন ফানুস উড়িয়ে-আতশবাজি ফুটিয়ে বরণ করে নিল ইংরেজি নতুন বছরকে। যদিও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সৈকত বা কোনো উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, অনুষ্ঠান, আতশবাজি, গান-বাজনা বা অন্য কোনো অনুষ্ঠান বা আয়োজনে ছিল নিষেধাজ্ঞা।

রাত ১২টা ১ মিনিটে হাজার হাজার পর্যটক এবং স্থানীয় লোকজন এই উৎসবে অংশ নেয়। সৈকত পাড়ে যে যার মতো করে আনন্দ করেছে। এ সময় সমুদ্র সৈকতের আকাশে ফানুস আর আতশবাজির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করে পর্যটকসহ স্থানীয়রা।

যদিও এসব উৎসব আয়োজনে বাধা দেয়নি আইনশৃঙ্খলায় নিয়োজিত কোনো বাহিনীই। সৈকতজুড়ে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ প্রশাসন। মাঠে ছিল র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের একাধিক টিম।

তবে সৈকতে উন্মুক্ত পরিবেশে আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় আশানুরূপ পর্যটক ছিল না।

সৈকতে হাজার হাজার পর্যটক ও স্থানীয় লোকজন ফানুস উড়িয়ে-আতশবাজি ফুটিয়ে বরণ করে নিল ইংরেজি নতুন বছরকে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
সৈকতে হাজার হাজার পর্যটক ও স্থানীয় লোকজন ফানুস উড়িয়ে-আতশবাজি ফুটিয়ে বরণ করে নিল ইংরেজি নতুন বছরকে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
এর আগে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাংবাদিকদের বলেন, সৈকত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকে গোয়েন্দাও পর্যটনকেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে। সৈকত এলাকায় ডুবুরি মোতায়েন থাকবে। তবে সন্ধ্যার পরে সুগন্ধা, লাবনীতে যেকোনো আয়োজন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সমুদ্র সৈকত বা কোনো উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, অনুষ্ঠান, আতশবাজি, গান-বাজনা বা অন্য কোনো অনুষ্ঠান বা আয়োজন করা যাবে না বলেও জানান আপেল মাহমুদ। পাশাপাশি তিনি জানান, ইনডোরে বা কোনো হোটেলের ছাদেও অনুষ্ঠান করলে পুলিশের অনুমতি নিতে হবে।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...