ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০১/২০২৫ ৭:৫১ পিএম

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়ে তদন্ত কর‌বে জাতিসংঘ। মিয়ানমারে প্রবেশা‌ধিকার না পেলেও বি‌ভিন্ন উপা‌য়ে সংস্থাটি তথ্য-প্রমাণ সংগ্রহের কথা জা‌নি‌য়ে‌ছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধান নিকোলাস কৌমজিয়ান।

রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা ব‌লেন নিকোলাস।

নিকোলাস কৌমজিয়ান ব‌লেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের বিষয়েও তদন্ত করা হবে। এ লক্ষ্যে আমরা তথ্য প্রমাণাদি সংগ্রহ করছি। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী বা যেকোনো গোষ্ঠী বা বাহিনীর হাতে রোহিঙ্গা বা যে কেউ নির্যাতনের শিকার হলে; সে বিষয়ে আমাদের তদন্তের এখতিয়ার রয়েছে। আমরা সে বিষয়ে তদন্ত করব।

মিয়ানমারে প্রবেশাধিকার না পে‌য়েও কীভাবে তদন্ত কর‌বে জাতিসংঘ, জানতে চাওয়া হয় নিকোলাসের কা‌ছে। জবাবে তি‌নি ব‌লেন, মিয়ানমারে আমরা প্রবেশ করতে না পারলেও তদন্তের জন্য তথ্য ও প্রমাণাদি সংগ্রহ করছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে আমরা নির্যাতনের প্রমাণাদি সংগ্রহ করছি।

নিকোলাস ব‌লেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আন্তর্জাতিক অপরাধের জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতে আমরা কাজ করছি। বাংলাদেশ সরকার আমাদের এ বিষয়ে সহায়তা করছে। বাংলাদেশ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।

মিয়ানমারের পরিস্থিতি আগের চেয়ে আরো খারাপ হয়েছে জা‌নি‌য়ে নিকোলাস ব‌লেন, মিয়ানমারের পরিস্থিতি আগের চেয়েও আরো খারাপ হয়েছে। সেজন্য সেখানের নির্যাতনের তথ্য ও প্রমাণাদি আমরা সংগ্রহের চেষ্টা করছি

পাঠকের মতামত

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

জান্তা শাসনামলে মিয়ানমারের যেসব নাগরিক দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র বা অন্যত্র চলে গেছেন, তাঁরা চাইলে আবার ...

মিয়ানমারের নাগরিকদের ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ বাতিল করছে যুক্তরাষ্ট্র

টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) কর্মসূচির আওতায় মিয়ানমারের নাগরিকদের জন্য চলমান ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ (টিপিএস) বাতিলের ...

শান্তি চুক্তিতে রাজি না হলে ইউক্রেনকে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি চুক্তির কাঠামোতে সম্মত না হলে কিয়েভকে গোয়েন্দা তথ্য ...