আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮/০৩/২০২৫ ৮:৪৪ পিএম

চলতি বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জানিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার বেলারুশ সফরকালে জান্তা প্রধান নির্বাচন নিয়ে কথা বলেন। তিনি বলেন, মিয়ানমারে এবার ‘অবাধ ও নিরপেক্ষ’ ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেয়ার জন্য ইতোমধ্যে দেশের ৫৩টি রাজনৈতিক দল তালিকা জমা দিয়েছে।

মিনস্কে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন মিন অং হ্লেইং। বৈঠক শেষে তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণ করতে বেলারুশের নির্বাচন পর্যবেক্ষক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বশেষ ২০২০ সালে মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলে নেন জান্তা প্রধান মিন অং হ্লেইং।

ক্ষমতা দখলের পর গণতন্ত্রপন্থী নেতা অং সান সূচির দল এনএলডির নেতাকর্মীদের বিরুদ্ধে রক্তাক্ত অভিযান শুরু করে জান্তা বাহিনী। একই সময়ে অং সান সূচিকে গৃহবন্দী করে রাখা হয়।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে মিন অং হ্লেইং বারবার বহুদলীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। গত বছরের জুনে তিনি বলেছিলেন, ২০২৫ সালে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের অর্থায়নে কাটছাঁট করছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহায়তা বন্ধের পর বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অর্থায়ন ...

মিয়ানমারে আবারো ভূমিকম্প

গত ২৮ মার্চের শক্তিশালী ভূমিকম্পের পর মিয়ানমারে আবারও আঘাত হেনেছে মাঝারি ভূমিকম্প। রোববার (১৩ এপ্রিল) ...

ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ...