সোয়েব সাঈদ, রামু
রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন বলেছেন, একটি সুখি, সমৃদ্ধ ও অপরাধমুক্ত দেশ গড়তে হলে নারীদের উন্নয়নের মুল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে হবে। এলক্ষ্য বাস্তবায়নে সমাজে চলমান যৌতুক, বাল্য বিয়ে ও নারীর প্রতি চলমান সহিংসতা বন্ধ করাটাও অতি জরুরী। এজন্য সকল পেশার সকল মানুষের সচেতন মনোভাব বজায় রাখতে হবে। সরকার নারীদের উন্নয়নে নানা প্রদক্ষেপ নিয়েছে।
কক্সবাজারের রামুতে নারী উন্নয়ন ফোরাম আয়োজিত যৌতুক, বাল্য বিয়ে ও নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান আলী হোসেন এসব কথা বলেন।
আজ সোমবার (৮ আগষ্ট) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও রামু উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফরিদা ইয়াছমিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামুর নবাগত সহকারি কমিশনার (ভূমি) নিকারুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দিন মো. ইউসুফ, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, অর্ণব কক্সবাজার এর প্রধান নির্বাহী মো. নুরুল আজিম।
এছাড়া কর্মশালায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আফসানা জেসমিন পপি, সহ-সভাপতি রাবেয়া বশরী রাবু, সদস্য আনোয়ারা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অংশ নেন।
পাহাড়, বৃষ্টিপাত, ঝর্ণা ও প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানি সংরক্ষণ করে বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে অন্তত ...
পাঠকের মতামত