ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৬/২০২৪ ৩:৩৭ পিএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ রাখাইন নারী মা গং অং (৫১) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ জুন) রাত ৮টার দিকে নাফনদীর হ্নীলা ইউনিয়ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, সকালে নদীর কেওড়া বাগানের দিকে কাঁকড়া ধরতে যান তিনি।

মারা যাওয়া মা গং অং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়ার থোয়াইনচা অংয়ের স্ত্রী।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, নিখোঁজের ১৪ ঘণ্টা পরে নাফ নদীর হ্নীলা অংশ থেকে ভাসমান অবস্থায় মা গং অং নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

ক্যাম্পে বন্ধ শিক্ষা কার্যক্রম, ঝুঁকিতে লাখো শিশু

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে সব শিক্ষা কার্যক্রম। ইউনিসেফ ...