প্রকাশিত: ০২/০২/২০১৭ ১০:০৮ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
‘শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক এক একটি স্কুল’-এই প্রতিপাদ্য নিয়ে নাইক্ষ্যংছড়ি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ ও শিক্ষা মেলা গত বৃহস্পতিবার (২ ফেব্রোয়ারি) শেষ হয়েছে।
উপজেলা পরিষদের প্রাঙ্গণে মুক্তমঞ্চ চত্বরে ২৯ জানুয়ারি-২ ফেব্রোরী সপ্তাহব্যাপী শিক্ষা মেলা বসে। মেলায় পাঠদানে সহায়ক শিক্ষা উপকরণের স্টল নিয়ে উপজেলার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের প্রাঙ্গণে মুক্তমঞ্চ চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার আবু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল।বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ ইমরান মেম্বার, তুমব্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বাশার,বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসাইন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশৈ অং মার্মা, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বশর নয়নসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছেলেন।
উপজেলা নির্বাহী অফিসার মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তুমব্র সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রথম, তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দ্বিতীয় এবং উত্তর চাকঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কার বিতরণ করেন।

পাঠকের মতামত