প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...
ষ্টাফ রিপোটার:: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২২ আগস্ট দুপুরে জোন সদরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্ণেল তানভীরুল আলম। কেক কাটা অনুষ্ঠানের পর অতিথিবৃন্দসহ উপস্থিত সবাই প্রীতিভোজে মিলিত হয়।
এর আগে কর্ণেল তানভীরুল আলম সৈনীকদের উদ্দেশ্যে বলেন-কঠিন মনোবল আর দৈর্য্য নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করছে বিজিবি। পাশাপাশি সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যসহ অবৈধ অস্ত্র পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে একনিষ্ঠ এই শৃঙ্খলিত বাহিনীকে আরও আত্মপ্রত্যয়ী হতে হবে। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহেদুল ইসলামসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত