প্রকাশিত: ১৪/০৮/২০১৬ ৭:৩৩ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াতের সঙ্গে সুদৃড় করছে বলে অভিযোগ উঠেছে জেএসএস‘র বিরুদ্ধে। উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা জানিয়েছেন-মিয়ানমারের বিদ্রোহী সংগঠনের সঙ্গে গভীর সংখ্যতা রয়েছে জেএসএস নেতাদের। তাঁরা উপজেলাকে উত্তপ্ত করতে নানাভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাইশারীতে ঘটে যাওয়া বৌদ্ধ ভিক্ষু ও আওয়ামীলীগ নেতা খুনের ঘটনায়ও জেএসএস‘র ইন্ধন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আওয়ামীলীগনেতা ঐক্যমং মার্মা বলেন-জামায়াতের পাশাপাশি জেএসএস সংগঠনটি এখন নাইক্ষ্যংছড়িতে বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে। তারা আবার বিভিন্ন অবৈধ কর্মকান্ডেও জড়িত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে।

উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন-নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকায় অশান্তি সৃষ্টি করতে জেএসএস নানা ধরনের ষড়যন্ত্র করছে। বিভিন্ন জঙ্গি সংগঠন ছাড়াও মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর কাছে থেকে তারা অস্ত্র সরবরাহ করছে বলেও গুঞ্জন শুনা যাচ্ছে।

সুশীল সমাজের নেতারা বলছেন-হেডম্যান মংনু অং মারমা, নীলা মং মরমা ও সুমেন তংঞ্চ্যার নেতৃত্বে দীর্ঘদিন ধরে জেএসএস নেতাকর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে জামায়াতের সাথে বন্ধন গড়ে তুলে নানা অবৈধ ও সরকার বিরোধী কর্মকান্ড চালাচ্ছেন। জেএসএসকে দমন করতে না পারলে নাইক্ষ্যংছড়ি উপজেলায় যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি জেএসএস‘র সাধারণ সম্পাদক হেডম্যান মংনু অং মারমার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহেদুল ইসলাম বলেন-বিষয়টি আমরাও শুনেছি। জেএসএস‘র  সাথেতো আবার নাইক্ষ্যংছড়ির গ্রেপ্তারকৃত উপজেলা চেয়ারম্যান ও রামু বৌদ্ধ বিহার হামলার প্রধান হুতা তোফাইল আহমদের ভাল সম্পর্ক রয়েছে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে। প্রতিবেদন হাতে এলেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকল অবৈধ কর্মকান্ডের ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন।

পাঠকের মতামত

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...