প্রকাশিত: ২০/০৭/২০১৬ ৯:১৭ পিএম

mail.google.comশামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হচ্ছে। নানা আয়োজনে এ কর্মসৃচী চলবে সপ্তাহ ব্যাপী।

দিনের শুরুতে গত কাল বুধবার (২০ জুলাই) সকালে উপজেলা মুক্তমঞ্চ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহেদুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে মিলানায়তনে সামনে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন।

সভায় বক্তারা বলেন- পার্বত্য এলাকায় মৎস্য চাষের সুযোগ থাকা স্বত্বেও উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়নে পিছিয়ে রয়েছে। বক্তারা সমতলের ন্যায় অগ্রধিকার ভিত্তিতে উপজেলায় মৎস্য খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।

জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এমপি প্রতিনিধি আলহাজ¦ খায়রুল বাশার, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান মেম্বার। পরে উপজেলা প্রশাসনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উল্লেখ্য,গত মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে মৎস্য অধিদপ্তর। সাংবাদিক সম্মেলনে মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচীর তথ্য তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যানের হাতে জিম্মি উখিয়ার উপকূলের পঞ্চাশ হাজার বাসিন্দা!

বঙ্গোপসাগরের উপকূল ঘেষা ২২.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ইউনিয়ন কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং। প্রায় ৫০ হাজার ...

বন্যার্তদের জন্য ছুটে গিয়ে লাশ হয়ে ফিরলেন চবি শিক্ষার্থী পলাশ

বন্যার্তদের সহায়তা করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ফাহিম আহমদ ...

উখিয়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের ...