উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১১/২০২২ ১:১১ পিএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে যুবক আহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে ফুলতলীর সীমান্ত পিলার ৪৬/৪৭ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. বেলাল (৩২)। তিনি কক্সবাজারের কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা।

সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় গরু আনতে ভোরে সীমান্তের জিরো পয়েন্টে যায় বেলাল ও তার কয়েকজন সহকারী। এ সময় মাইন বিস্ফোরণে বেলালের এক পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার জানান, সীমান্ত এলাকা থেকে ভোরে গরু আনতে গিয়ে বেলাল নামে একজন মাইন বিস্ফোরণে গুরুত্বর আহত হয়েছে। তার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ...

রোহিঙ্গাদের জন্য ১১.২ মিলিয়ন ডলারের এলপিজি সহায়তা দেবে যুক্তরাজ্য-কাতার

রোহিঙ্গা শরণার্থীদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ১১.২ মিলিয়ন ডলার তহবিলের যৌথ ঘোষণা দিয়েছে ...