উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১১/২০২২ ১:১১ পিএম
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে যুবক আহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে ফুলতলীর সীমান্ত পিলার ৪৬/৪৭ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. বেলাল (৩২)। তিনি কক্সবাজারের কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা।

সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় গরু আনতে ভোরে সীমান্তের জিরো পয়েন্টে যায় বেলাল ও তার কয়েকজন সহকারী। এ সময় মাইন বিস্ফোরণে বেলালের এক পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার জানান, সীমান্ত এলাকা থেকে ভোরে গরু আনতে গিয়ে বেলাল নামে একজন মাইন বিস্ফোরণে গুরুত্বর আহত হয়েছে। তার এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠিয়েছেন।

পাঠকের মতামত

কুতুপালং ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা যুবকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে দেলোয়ার হোসেন (এমারসি–৫৩৫৪১) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু ...

জেলা আমীরের অভ্যর্থনা—শাহজালাল চৌধুরীর ফিরে আসায় দলের ভরসা আরও দৃঢ়

সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার দায়িত্বশীল নেতা এডভোকেট শাহজালাল চৌধুরী ...