পর্যটননগরী কক্সবাজারের কর্তৃপক্ষ আছে, কর্তৃত্ব নেই
আজকের পত্রিকা:: সৈকতে যেখানে-সেখানে দোকান। আছে ভিক্ষুক, ফটোগ্রাফার, ডাব, চিপস, বাদাম বিক্রেতাসহ ফেরিওয়ালাদের দৌরাত্ম্য। এভাবেই ...
নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়িতে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত,হয়েছে ও ট্রলির মালিক গুরুতর আহত হয়।
নিহত টলি চালককে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত ব্যক্তির নাম আলী মিয়া( ২৮) সে লালমনিরহাট জেলার আজিতামারি উপজেলা বলে প্রাপ্ত তথ্যে জানাযায়।
আর আহত ট্রলি গাড়ির মালিক রুহুল আমিন (৪৫)।
সে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি এলাকার মৃত আতর আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকাল ৫ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম লেবুছড়িতে সড়কে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানান।
দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইমরান জানান দুপুরে বালু নিয়ে ট্রলি গাড়ীটি লেবুছড়িতে আসেন।
যাওয়ার পথে লেবুছড়ির প্রথম উচু পাহাড়টি উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এদুর্ঘটনা ঘটে।
পাঠকের মতামত